Nirobotar Ami Life Story Part 1
Assalamu Alaikum
I hope everyone is well by the grace of God.
I am also good Alhamdulillah.
I will tell you a story today. The story of my life. The story of a family of 5 members. This is the first writing of my life. There's a lot I can't say in this story. I can't explain many hardships in writing. Generally, not everything in life can be expressed in words or in writing. In this story I will talk about all the happiness, peace and suffering of my life. So let's move on to the story now. Telling life stories will get me acquainted with my family in the midst of the story. I am a child The failed child of a successful father. Maybe everyone will be surprised to hear why I said failed child. But I hope you will understand when you read this story that I did not say anything surprising. I have divided my story into 3 parts. These 3 parts together are my life history. I will not say my real name here so my name is Jihad in this story. I was born in 1998. I was born into a middle class family. Before I was born there was one more special person in my family, you can say the light of our family, the smile of our family, the reason for all the peace and happiness of our family is my big brother. A man of my love. We are three brothers. Among the three brothers, I was Mejo. Before I was born, my family had a lot of ups and downs. Because my father and mother did not have much income source. But after I was born, because of the infinite mercy of Allah, there is no abab silo in our family. I got a teaching job at a school after I was born. I won't name the school in this story, because I don't want anyone to recognize me. After my father got a job, my mother joined a government job. When my parents started working, there was no one left in our family. My brother was in 8th grade when I was a newborn baby. Brother, when it comes to talking, I have to tell you how I look. If I want to praise my brother in one word, I will say one thing, now whatever it takes for people to be perfect, Allah Almighty has given my brother exactly that. Talk to you soon and keep up the good content. Because it's too late now. And since this is my first post, I will say it all slowly. I said goodbye like today. The rest will be in Part 2.
Everyone will be fine and healthy.
Assalamu Alaikum
আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছে।
আমি আজকে আপনাদের সাথে একটি গল্প বলবো। আমার জীবনের গল্প। ৫ জন সদস্যের একটি পরিবারের গল্প। এটা আমার জীবনের প্রথম লেখা। এই গল্পে অনেক কিছু হয়তো আমি বলতে পারবো না। অনেক কষ্টের কথা আমি লিখে বুজাতে পারবো না। সাধারণত জীবনের সব কথা লিখে বা বলে প্রকাশ করা যায় না। আমার এই গল্পে আমার জীবনের সকল সুখ,শান্তি এবং কষ্টের কথা বলবো। তাহলে চলুন আমরা এখন গল্পে চলে যাই। জীবনের কাহিনী বলতে বলতে গল্পের ফাঁকে ফাঁকে আমার সাথে আমার পরিবারের সাথে পরিচয় হয়ে যাবেন। আমি একজন সন্তান একজন সফল বাবার ব্যর্থ সন্তান। ব্যর্থ সন্তান কেন বললাম তা শুনে হয়তো সবাই অবাক হবেন। কিন্তু অবাক হওয়ার মতো কিছু বলি নি তা আমার এই গল্প পড়লেই বুজতে পারবেন আশা করি। আমি আমার এই গল্প কে ৩টি পার্ট এ বিভক্ত করেছি। এই ৩টি পার্ট মিলেই আমার লাইফ হিস্টোরি। আমি আমার আসল নাম এখানে বলবো না তাই আমার নাম এই গল্পে জিহাদ। আমার জন্ম ১৯৯৭ সালে। আমার জন্ম হয় একটা মধ্যবিত্ত পরিবার এ। আমি জন্ম গ্রহণ করার আগে আমার পরিবার এ আরো একজন স্পেশ্যাল মানুষ ছিল, বলতে পারেন আমাদের পরিবারের আলো, আমাদের পরিবারের হাসি, আমাদের পরিবারের সকল শান্তি এবং সুখের কারণ আমার বড় ভাই। আমার ভালোবাসার একজন মানুষ। আমরা তিন ভাই। তিন ভাই আর মধ্যে আমি ছিলাম মেজো। আমার জন্ম হওয়ার আগে আমার পরিবার এ অনেক অবাব ছিল। কারণ আমার বাবা এবং মা কারো তেমন ইনকাম সোর্স ছিল না। কিন্তু আমি জন্ম গ্রহণ করার পর আল্লাহর অশেষ রহমতের কারণ এ আমাদের পরিবারে কোনো অবাব সিলো না। আমি জন্ম গ্রহণ করার পর একটি স্কুল এ শিক্ষকতার চাকরি পায়। আমি স্কুলের নাম এই গল্পে বলবো না,কারণ আমি চাই না আমাকে কেও চিনতে পারুক। আমার বাবা চাকরি পাওয়ার পর আমার মা একটি সরকারি চাকরি তে join করে। বাবা মা দুইজন যখন চাকরি করতে শুরু করলো আমাদের পরিবারে আর কোনো অবাব রইলো না। আমি যখন নবজাতক শিশু তখন আমার ভাই ক্লাস ৭ এ পড়ে। ভাই আর কথা বলতে গেলে আগে আমাকে বলতেই হয় ভাই আমার দেখতে কেমন। যদি আমি এক কথায় ভাইয়ের প্রশংসা করতে চাই তাহলে আমি একটাই কথা বলবো, এখন মানুষকে পারফেক্ট হতে যা যা লাগে, আল্লাহ্পাক রাব্বুল আলামিন আমার ভাইকে ঠিক তাই তাই দান করেছে। ভাই আর কথা এবং আমার পরিবারের বাকি কথা বলবো পার্ট ২ এ। কারণ এখন রাত অনেক বাজে। আর যেহেতু এটা আমার প্রথম লেখা তাই আমি আস্তে আস্তে সব বলবো। আজকের মতো বিদায় নিলাম। বাকি কথা হবে পার্ট ২ এ।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।
No comments