Header Ads

Header ADS

Nirobotar Ami Life Story Part 2





Assalamu Alaikum

Hope everybody is doing well. I'm fine too Alhamdulillah. I hope those who have read my story part 1 like it. I know many will not like it because this is my first post. In Part 1 I ended up writing about my brother because it was late at night. Today I sat down to write again. After the Zuhr prayers, I ate lunch and then sat down to write. Let's move on to Part 2.

My brother was like a friend. I always have all kinds of problems without any hesitation to tell my brother. I didn't pay much attention to my studies. But my brother was always busy with his studies. My brother always wanted me to study properly, get good results and become a good person. My brother always made me interested in prayers. When my brother used to come to the village house from Dhaka, I used to pray and study properly. But when my brother would go to Dhaka again, I would not do anything right. Now everyone can say why my parents didn't say anything about my studies when my brother left for Dhaka. That being said, there is an interesting fact behind it. My younger brother was much younger than the 5 members of our family. But my older brother and I were a few years older. There were 2 groups in our family. My father was for me, and my mother was for my brother. So when my brother left for Dhaka, my mother could not rule me even if she wanted to. Because then my father would go out with me. My mother could never rule me. The only reason is my father. My brother wanted a lot better for me, Alhamdulillah. When my brother used to come home from Dhaka, I liked him. I have been waiting since morning when my brother will come and see my brother. When will I hug my brother and my brother will caress me a little. But when my brother would come home and teach me all day, it would not be good. At that time I was just thinking when my brother will go to Dhaka. In fact, those who have an older brother will understand exactly how a brother's love is. This is all about the love between me and my brother, let's hear a little love between brother and mother again. Brother was the first child in our family. So my brother would get a little more affection from my mother. And why don't you tell me? Our brother was born just when our family was very poor. Mom and Dad worked hard to make the older brother human. And my brother was a man who knew nothing but my mother. My brother was exactly what a mother wanted. When the brother came home from Dhaka, the brother was always close to the mother, and when the mother was cooking, the brother was sitting with the mother in the kitchen. In fact, I can't explain in writing what kind of love my brother had with my mother. My father loved my brother very much. But my father did not love my brother more than my mother. It would be wrong to say that it is not love at all, in fact fathers are like that. It is very difficult to understand the love of fathers. Parents love all their children equally but we children do not understand that. We can only understand when we become parents ourselves. Our family was a very happy family. Dad, brother, mother all seemed like a piece of paradise. But no one could have ever imagined that one day in this paradise the wind would blow everything away. Such a beautiful family, such a family of happiness and peace will end. No one knew except Allah.

I can't say or write in Part 2 exactly what happened to our family. I have to say the rest in part 3. Those who want to know exactly what happened to our family must keep an eye on Part 3.

I finished here today. I pray everyone stay well and stay healthy.

Goodbye.

Assalamu Alaikum


আসসালামু আলাইকুম 

আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার গল্প পার্ট ১ যারা পড়েছেন আশা করি যে ভালো লেগেছে। অনেকের ভালো লাগবে না তাও আমি জানি কারণ এটা আমার প্রথম লেখা। পার্ট ১ এ আমি আমার লেখা ভাইকে নিয়ে শেষ করেছিলাম কারণ তখন অনেক রাত ছিল। আজকে আবার লিখতে বসলাম। যোহর নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে তারপর লিখতে বসলাম। চলুন আমাদের পার্ট ২ এ যাওয়া যাক। 

আমি র আমার ভাই ছিলাম এক বন্ধুর মত। আমি সব সময় আমার সকল ধরণের প্রব্লেম আমার ভাই ক বলতে কোনো দ্বিধা ছাড়া। আমি তেমন পড়ালেখায় মনোযোগী ছিলাম না। কিন্তু আমার ভাই সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতো। ভাই সবসময় চাইতো আমি ঠিক মতো পড়ালেখা করি ভালো রেজাল্ট করি ভালো মানুষ হই। ভাই আমাকে সবসময় নামাজ আর প্রতি আগ্রহী করে তুলতো। ভাই যখন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসতো তখন আমি ঠিক মতো নামাজ পড়তাম পড়ালেখা করতাম। কিন্তু যখন ভাই  আবার ঢাকা চলে যেত তখন আমি কোনো কিছুই ঠিক মতো করতাম না। এখন সবাই বলতে পারেন কেন ভাই ঢাকা চলে গেলে কি বাবা মা কিছু বলতো না পড়ালেখা নিয়ে। এটা বলতে গেলে এটার পিছনে একটা মজার ঘটনা আছে। আমাদের পরিবারে যেহেতু ৫ জন আছি তার মধ্যে আমার ছোট ভাই অনেক ছোট ছিল। কিন্তু আমি আর আমার বড় ভাই বয়স আর দিক থেকে অল্প বছরএর  বেবধান ছিল. আমাদের পরিবার এ ২ টা গ্রুপ ছিল। আমার পক্ষে ছিল আমার বাবা,আর আমার ভাই এর পক্ষে ছিল আমার মা। তাই আমার ভাই যখন ঢাকা চলে যেত আমার মা আমাকে শাষন করতে চাইলেও পারতো না। কারণ তখন বাবা  আমাকে নিয়ে বাহিরে চলে যেত ।  মা আমাকে কখনো শাসন করতে পারতো না। এটার একটাই কারণ আমার বাবা। আমার ভাই আমার অনেক ভালো চাইতো আলহামদুলিল্লাহ। ভাই যখন ঢাকা থেকে বাড়িতে আসতো আহা কিযে ভালো লাগতো তখন, সকাল থেকে আমি অপেক্ষায় থাকতাম ভাই কখন আসবে ভাইকে কখন দেখব। ভাইকে কখন জড়িয়ে ধরবো আর ভাই আমাকে একটু আদর করবে। তবে ভাই যখন বাড়িতে আসতো আর আমাকে পড়াতো সারাদিন তখন আর ভালো লাগতো না। তখন খালি চিন্তা করতাম ভাই কবে ঢাকা যাবে। আসলে ভাই এর  ভালোবাসা কেমন ঠিক তারাই বুজবেন যাদের বড় ভাই আছে। এটাতো গেলো আমার আর ভাই এর মধ্যে ভালোবাসার কথা, আবার চলুন একটু শুনি ভাই আর আম্মুর মধ্যে ভালোবাসা। আমাদের পরিবারের মধ্যে ভাই ছিল প্রথম সন্তান। তাই ভাই একটু বেশি আদর পেতো আম্মুর কাছ থেকে। আর পাবেই না কেন বলুন আমাদের পরিবারে যখন খুব অবাব অনটন ছিল ঠিক তখন ভাই এর জন্ম হয়। মা এবং বাবা অনেক কষ্ট করে বড় ভাইকে মানুষ করেছে। আর আমার ভাই এমন একজন মানুষ ছিল যে কিনা মাকে ছাড়া কিছুই বুজতো না। একজন মা যেমনটা চায় আমার ভাই ঠিক তেমনই ছিল। ভাই যখন ঢাকা থেকে বাড়িতে আসতো সারাক্ষন ভাই মা এর কাছাকাছি থাকতো ,মা যখন রান্না করতো তখন ও ভাই রান্না ঘরে মার সাথে বসে থাকতো। আসলে আমি লিখে বুজাতে পারবো না মার সাথে ভাই এর কি ভালোবাসা ছিলো। আমার বাবা আমার ভাইকে অনেক ভালোবাসতো। তবে বাবা আমার মার থেকে বেশি ভাইকে ভালোবাসতো না। ঠিক ভালোবাসতো না এটা বললে ভুল হইবে ,আসলে বাবারা এমনই হয়। বাবাদের ভালোবাসা বুজতে পারাটা অনেক কঠিন। বাবা মা তার সব সন্তান কেই সমান ভাবেই ভালোবাসে কিন্তু আমরা সন্তানরা তা বুজতে পারি না।  আমরা তখনই বুজতে পারি যখন আমরা নিজেরা বাবা মা হই। আমাদের পরিবার অনেক সুখী একটা পরিবার ছিল বাবা,ভাই,মা সবাইকে নিয়ে মনে হতো এক টুকরো জান্নাত।  কিন্তু এই জান্নাতে যে একদিন প্রবল হাওয়ায় সব শেষ করে দিবে তা কেও কোনো সময় চিন্তাও করতে পারে নাই। এত সুন্দর পরিবার এত সুখ শান্তির একটা পরিবার শেষ হয়ে যাবে আল্লাহ ছাড়া তো কেও জানতো না। 

আমাদের পরিবার ঠিক কি হয়েছিল তা আমি পার্ট ২ এ বলে বা লিখে শেষ করতে পারবো না। আমাকে বাকি কথা গুলো বলতে হবে পার্ট ৩ তে। যারা যারা জানতে চান ঠিক কি হয়েছিল আমাদের পরিবারে তারা অবশ্যই চোখ রাখুন পার্ট ৩ তে.

আজকে এইখানেই শেষ করলাম । দুআ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। 

বিদায়। 

আসসালামু আলাইকুম   

No comments

Powered by Blogger.